UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আরও ৭৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪,৮৪৬

usharalodesk
জুন ২২, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭০২ জনে। নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৪৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন। মঙ্গলবার (২২ জুন) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এদিনে, আরও সুস্থ হয়েছেন দুই হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৫০ শতাংশ। সুস্থতার হার ৯১.৫৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৫৯ শতাংশ।

(ঊষার আলো-আরএম)