UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ইবি অধ্যাপকের মৃত্যু

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার(৫০ ) মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর কল্যাণপুরে ১টি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ক্যাম্পাসস্থ বাসায় সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নেন। পরে সপরিবারে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের বাকি সদস্যরা সুস্থ হলেও তার অবস্থা অবনতি হওয়ায় প্রথমে আইসিইউতে এরপরে গত ২৫ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার সহধর্মিণী ড. মাকসুদা আক্তার মুনিয়াও একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কর্মজীবনে ড. আকরাম হোসাইন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। তার এ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

(ঊষার আলো-আরএম)