UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় একদিনে ৬ জনের মৃত্যু

ঊষার আলো
অক্টোবর ১৬, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৭৫২ জন।

১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন।

আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৪২ জন ও এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। আর স্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ ও করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন ও সিলেট বিভাগের ১ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

(ঊষার আলো-এফএসপি)