UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ডুয়েটের ডেপুটি রেজিস্ট্রারের মৃত্যু

usharalodesk
এপ্রিল ২৩, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা শাখা) মো. মনিরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাহাব উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৩ এপ্রিল করোনা পজিটিভ হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিক্যাল হাসপাতালে তিনি ভর্তি হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুমার নামাজের পরে মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থান সংলগ্ন তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

(ঊষার আলো-এমএনএস)