UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দেশে মৃত্যু কমলেও আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেলো আরও ৩০ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২১১ জনে। নতুন করে দেশে করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭২ জন। যা গত দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৮২ হাজার ১২৯ জনে।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন এক হাজার ১১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৪ হাজার ২০৯ জন। এদিনে করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৫৫ জনের। এর আগে সোমবার দেশে করোনায় ৩২ জনের মৃত্যু হয় ও আক্রান্ত হন ৬৯৮ জন। সেই হিসেবে আজ আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়েছে। আক্রান্তের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৩তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে এই  মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। বর্মানে বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

(ঊষার আলো-আরএম)