UsharAlo logo
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃতের সংখ্যা গোপনের তালিকায় শীর্ষে ভারত

pial
মে ৬, ২০২২ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : করোনা মহামারিতে ভারতে ৪৭ লাখের বেশি মানুষ মারা গেছে। কিন্তু ভারতের পরিসংখ্যান থেকে জানা গেছে, পাঁচ লাখ ২০ হাজার জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ দেশ প্রায় ৪২ লাখ মৃতের সংখ্যা কম দেখিয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে এই দাবি জাননো হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এতো সংখ্যক মানুষ মারা গেছে। ২০২১ সালের প্রথমেই ভারত দেখেছিল মহামারির দ্বিতীয় স্রোত। সে সময় হাসপাতালে বেডের জন্য ছুটতে হয়েছে অনেক সাধারণ মানুষকে। অক্সিজেন সিলিন্ডারের অভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলেছে, ভারতে ২০২০ সালের আগস্টে লকডাউনের সময় করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কম ছিল। তবে মৃত্যু মিছিল বেড়ে যায় সেপ্টেম্বরের পর থেকে। মৃত্যুর স্বাভাবিক অংক থেকে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল তখন। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, পেরু ও মেক্সিকো করোনায় মৃতের সংখ্যা কমিয়ে প্রকাশ করেছে। তবে তালিকায় শীর্ষে রয়েছে ভারত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অতিরিক্ত মৃত্যু গণনাকে সমর্থনকারী বিশেষজ্ঞ প্রভাত ঝা এবং টরন্টোতে গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারের পরিচালক বলেছেন, করোনা মহামারিতে ভারতীয় মৃত্যুর হার ব্যতিক্রমীভাবে কম ছিল না, শুধু ব্যতিক্রমীভাবে কম গণনা হয়েছিল।

ঊষার আলো-(এসএইস)