ক্রীড়া ডেস্ক : আইপিএলের নিলামের শেষ দিকে আজিঙ্কা রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে অধিনায়ক করার জন্য কেনা হলো— এমন প্রশ্ন উঠতে শুরু করেছে নেটিজেনদের মাঝে। এর মধ্যেই রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর জানিয়ে দিলেন তাদের পরিকল্পনার কথা।
বেঙ্কি বলেন, সত্যি বলতে— এটি নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে দল গোছানো হয়েছে। এবার পুরো বিষয়টি নিয়ে বসতে হবে। এ বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে। সবাই এখানে নেই। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বেঙ্কি মাইসোর।
গতবারের চ্যাম্পিয়ন দল এবার এনরিখ নোখিয়ে, স্পেন্সার জনসন, উমরান মালিকের মতো পেসারদের কিনেছে। সেই সঙ্গে রহমানউল্লা গুরবাজ, কুইন্টন ডি কক, রভমান পাওয়েল, মঈন আলির মতো ক্রিকেটারদের নিয়েছে কেকেআর। বেঙ্কি জানিয়েছেন, তাদের পরিকল্পনা অনুযায়ীই দল গড়া হয়েছে।
এর আগে ২০১২ ও ২০১৪ সালের পর ২০২৪ সালে আইপিএল জিতেছে কেকেআর। আগামী বছরও আইপিএল জিততে চাইবে তারা।
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড
বাংলাদেশি মুদ্রায় বেঙ্কটেশ আয়ারকে নেওয়া হয়েছে ২৩ কোটি ৭৫ লাখ, রিঙ্কু সিংহ ১৩ কোটি, বরুণ চক্রবর্তী ১২ কোটি, আন্দ্রে রাসেল ১২ কোটি, সুনীল নারাইন ১২ কোটি, এনরিখ নোখিয়ে ৬ কোটি ৫০ লাখ, হর্ষিত রানা ৪ কোটি, রমনদীপ সিংহ ৪ কোটি, কুইন্টন ডি কক ৩ কোটি ৬০ লাখ, অঙ্গকৃশ রঘুবংশী ৩ কোটি, স্পেন্সার জনসন ২ কোটি ৮০ লাখ, রহমানউল্লা গুরবাজ ২ কোটি, মঈন আলি ২ কোটি বৈভব অরোরা ১ কোটি ৮০ লাখ, আজিঙ্কা রাহানে (১ কোটি ৩০ লাখ) রভমান পাওয়েল (১ কোটি ৫০ লাখ ), উমরান মালিক ৭৫ লাখ, মণীশ পাণ্ডে ৭৫ লাখ, অনুকূল রায় ৪০ লাখ, মায়াঙ্ক মরকন্ডে ৩০ লাখ, লভনীত সিসোদিয়া ৩০ লাখ।
ঊষার আলো-এসএ