UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় প্রয়াত সাংবাদিক ‘তপন সাহা’র প্রয়াণ দিবসে স্মরণ সভা

koushikkln
অক্টোবর ২৮, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া: পটুয়াখালীতে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাকালীন সদস্য তপন কুমার সাহা’র মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভার আয়োজন। কলাপাড়া প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী, নাট্যশিল্পী, কলাপাড়া শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত  সাংবাদিক ‘তপন সাহা’র ২৮ অক্টোবর ২৫তম মৃত্যু বার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির। বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সহসভাপতি মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সহ সাধারণ সম্পাদক অমল মুখার্জি, অর্থ সম্পাদক মিলন কর্মকার রাজু, প্রয়াত তপন কুমার সাহা’র কনিষ্ঠ ভাই যায়যায় দিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি চঞ্চল সাহা, সদস্য মো. হাফিজুর রহমান ও গোফরান বিশ্বাস পলাশ প্রমুখ। বক্তারা প্রয়াত তপন সাহা’র আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জনান। সভা সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু।

ঊআ-বিএস