UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না ইসি’

pial
সেপ্টেম্বর ৫, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরো বেশি অংশগ্রহণমূলক হবে। কিন্তু কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না ইসি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান থাকবে, নির্বাচন কমিশন সক্রিয় অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

সোমবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের মাঠে একটি ভারসাম্য তৈরি হয়। বিএনপি অংশ নিলে নির্বাচন আরো বেশি অংশগ্রহণমূলক হবে। তবে বিএনপি’র যদি কোনো রাজনৈতিক কৌশল থাকে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ করার এখতিয়ার নেই।

সিইসি বলেন, অনেকেরই সন্দেহ অবিশ্বাস থাকতে পারে, তবে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কমফোর্টেবল। নির্বাচন কমিশন সর্বোচ্চ দেড়শটি আসনে ইভিএম-এ ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটি সম্ভব হবে কিনা তা নির্ভর করবে ইভিএম সংগ্রহ করার উপর। কারণ এ মেশিনের যন্ত্রাংশ আসবে বিদেশ থেকে।

(ঊষার আলো-এফএসপি)