UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে শ্রমিকের উপর হামলা, হাসপাতালে ভর্তি

pial
অক্টোবর ১২, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালীতে এক শ্রমিকের উপরে হামলা করেছে এলাকার বখাটেরা।
জানা গেছে, গতকাল ১১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার দিকে ডুমজুড়ী গ্রামের আঃরশিদ খানের ছেলে রাকিব খান(২০) এর উপরে একই এলাকার মারুফ মাঝী সহ তার ছেলে ইউসুফ মাঝী একটি ঠিকাদারের পানির মটার নিয়ে কথার কাটাকাটি হয়, এক পর্যায়ে ইউসুফ ক্ষিপ্ত হয়ে রাকিবের উপরে হামলা চালায়।

এতে রাকিবের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারত্ত্বক জখম হয়।পরে এলাকার লোক জন এসে রাকিবকে কাউখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া জন্য নিয়ে আসে।এ বিষয় রাকিবের বাবা আঃ রশিদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয় কাউখালী থানার ওসি বনী আমিন বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)