কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালীতে দীর্ঘদিন যাবৎ পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বিপাকে পড়ে দিশাহারা ও মানষিক নির্যাতনের শিকার খাদিজা বেগম ও তার পরিবার। বিগত ৩৫ বছর ধরে তার ঘরের সামনে গোয়ালঘর থাকায় অসম্ভব দূর্গন্ধের শিকার হতে হয় পরিবার টিকে।
তার কিছুদিন পূর্বে গোয়ালঘর উচ্ছেদ হলেও তার বাড়ির জমি ভাগাভাগি নিয়ে বিভিন্ন লোকের ধারে ধারে ঘুরছে পরিবারটি। গ্রাম্য শালিশ বারবার বসলেও কোন সুরাহাও হচ্ছেনা প্রতিপক্ষের বিভিন্ন কুকর্মের কারনে এবং সুষ্ঠ বিচারের বাধাসৃষ্টি করায়। এ বিষয় নিয়ে কাউখালী থানায় অভিযোগ করার পর থানাপুলিশের সর্বোচ্চ চেষ্টায় শালিশ বৈঠক বসতে রাজি হলেও শালিশগণ ও আমিন দ্বারা প্রতিপক্ষের উর্ঘ মনোভাবের কারণে তারা খাদিজার পরিবারের সময় ও টাকা খরচ করে আসছে।
খাদিজা বেগম বিড়ালজুরী গ্রামের মরহুম এনছাব আলী হাওলাদারের মেয়ে। তাদের জমি মৌজা বড় বিড়ালজুরি, এস.এ খতিয়ান ৭৩১, এস.এ দাগ নং ১৭২৬, বি.এস দাগ নং ১৭৭৫, এস.এ খতিয়ান একাধীক, বাড়ির জমির পরিমান এক একর ২৮শতাংশ। তিনি এর আংশিক মালিক বাড়ির অনেক অংশীদার থাকলেও এক পক্ষ লোকমান হোসেন পিতা মৃত আঃ হাই তার নানা বাড়ির সম্পত্তি ভোগদখল করে আসছে।
তিনি বাড়ির জমির ভাগবাটোয়ারা না করে বাড়ি ঢোকার রাস্তাসহ কবরস্থান পাশে সরকারি রাস্তা থাকায় এগুলো তোয়াক্কা না করেই ঘর নির্মান করে চলছে এবং বাধা দিলে তিনি কোন গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে থাকেন এবং বিভিন্ন প্রকার ভয়ভিতী হুমকি ধামকী দিয়ে চলছে। কাউখালী থানায় অভিযোগের পরে যখন পুলিশ আসে তখন কাজ বন্ধ করে কিছুটা সময় নিলেও রাতের বেলায় ঠিকই ঘরের কাজ চালিয়ে যাচ্ছে। এতে খাদিজা বেগম সহ তার পরিবারের লোকজন একেবারে মানষিকভাবে ভেঙ্গে পড়ছে।
পরে খাদিজা বেগম কোন উপায় না পেয়ে গত ০৮ই জুন পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে মামলা ১৪৪/৪৫ধারা ধার্য হয়। এতে আদালত কাউখালী থানা অফিসার ইনচার্জকে শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেন। এর পরেও খাদিজা বেগম পরিবার সহ হুমকির মুখে থাকতে হয়। ভুক্তভোগী খাদিজার পরিবার অভিযোগ করেন তাদের প্রাপ্য সম্পত্তির হিসাব বুঝে পাচ্ছে না বরং আদালতের মামলা করার কারনে তাদের উপরে হুমকি ধামকী হয়রানি আরো বেড়ে যায়।
পরে এ বিষয়ে খাদিজা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৭সেপ্টেম্বর কাউখালী থানায় একটি সাধারন ডায়েরী করেন, যাহার জিডি নং-৯১১। সাধারন ডায়েরীতে খাদিজা বেগম উল্লেখ করেন আমি গত ২৬ সেপ্টেম্বর বিকেলের দিকে বাড়িতে আসলে বিবাদীরা বড় বিড়ালজুরী গ্রামের লোকমান হোসেন, মোঃ সুমন, মোঃ হুমাউন, মোঃ লাভলু, লাঠিসোটা নিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং গালাগালিসহ খুন জখমের হুমকি প্রদান করে। অসহায় পরিবারটি প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে জীবন নিয়ে হুমকির মুখে।
(ঊষার আলো-এফএসপি)