UsharAlo logo
মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাতার বিশ্বকাপের মূল পর্বের ৩২ দল চূড়ান্ত

pial
জুন ১৫, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে স্থান করে নিয়েছে কোস্টারিকা। আর এর মাধ্যমে এবারের বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞের সব গ্রুপ পূর্ণতা পেল।

অর্থাৎ চূড়ান্ত হলো বিশ্বকাপের ৩২ দল ও তাদের গ্রুপ। বলার অপেক্ষা রাখে না, অনেক দল অংশ নিলেও বিশ্বকাপের মতো বড় আসরের মূল পর্বে লড়াই করে পরবর্তী ধাপে পৌঁছানোর মতো শক্তি কম দলেরই রয়েছে। তাদের মধ্যে আবার ৪-৫টি দল লড়বে শিরোপা জেতার জন্য। তবে মূল পর্বে পৌঁছানোও সহজ কোনো কাজ নয়। বহু পথ পাড়িয়ে পেতে হয় মূল পর্বের টিকিট।

ফুটবল বিশ্বের রাজধানী হতে যাচ্ছে কাতার। আর ফুটবল বিশ্বের সেরা তারকাদের মিলনমেলা বসবে সেখানে।

কাতার বিশ্বকাপ: মূল পর্বের ৩২ দল

২০২২ বিশ্বকাপের ৩২ দল হলো- ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, সেনেগাল, ওয়েলস, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, সুইজারল্যান্ড, ঘানা, দক্ষিণ কোরিয়া, ক্যামেরুন, সার্বিয়া, কানাডা, কোস্টারিকা, তিউনিসিয়া, সৌদি আরব, ইরান, ইকুয়েডর ও স্বাগতিক কাতার।

কে কোন গ্রুপে-

গ্রুপ-এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ-বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস
গ্রুপ-সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ-ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া
গ্রুপ-ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ-এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ-জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ-এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

(ঊষার আলো-এফএসপি)