ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশা আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।শনিবার (৯ এপ্রিল) সাড়ে ১১টার দিকে বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন; আবু সালেহ (৩৮) ও তার ছেলে আব্দুল মোমিন (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার এসআই আবু সাঈদ।
তিনি বলেন, পতেঙ্গা স্টিল মিলের বাসা থেকে একই পরিবারের চারজন রিকশাযোগে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। রিকশাটি বন্দরটিলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আর সালেহ আহমদের স্ত্রীসহ দুইজন আহত হয়েছেন।তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঊষার আলো-এসএ