UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ২১, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ গাজী সালাউদ্দীন (৬০) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ফারমার্স ব্যাংকের সাবেক এই কর্মকর্তা দুদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে হাসপাতালে তিনি মারা যান।মারা যাওয়া গাজী সালাউদ্দীনের গ্রামের বাড়ি পটুয়াখালী আদালত পাড়ায়।

কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কারাগারের অভ্যন্তরে সালাহউদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৪০ মিনিটের দিকে গাজী সালাউদ্দীনকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, গাজী সালাহউদ্দীন দুদকের একটি মামলায় তিন বছরের বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার কয়েদি নম্বর-৭৫৭৫/এ।

ঊষার আলো-এসএ