UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর কম্বল বিতরণ

usharalodesk
জানুয়ারি ২৩, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর এলাকার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বিন্দু সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের তীব্রতা বেড়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য বিন্দু নারী উন্নয়ন সংগঠনের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ।

তিনি বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। শীতের এই দাপটে অসহায় মানুষের জন্য শান্তিতে বসবাস অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় বিন্দুর এ উদ্যোগে স্বাগত জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিন্দুর প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।