UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জের পানিয়া স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

koushikkln
ডিসেম্বর ২১, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কালিগঞ্জের পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।
পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন,মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, সাবেক সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন, ইউপি সদস্য মাহফুজা খাতুন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।
ফল প্রকাশ অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে এবং বর্ষসেরা শিক্ষক জিয়াউর রহমানকে পুরস্কার এবং স্কুলের ডোনার, শিক্ষক ও অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।