UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ড্রেজারের বেল্ট ছিড়ে শিশু শ্রমিকের মৃত্যু!

usharalodesk
জানুয়ারি ১, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক
নড়াইলের কালিয়া উপজেলার বারোইপাড়া এলাকায় অবৈধ ড্রেজারের ফিতা ছিড়ে মোঃ জিহাদ সরদার(১৫) নামে এক শিশু শ্রমিকরে মৃত্যু হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় বারোইপাড়া ব্রীজের নীচেয় বালু আনলোড করার সময় ফিতা ছিড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ সরদার উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোঃ হাসান সরদারের ছেলে।

স্থাণীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে বালু আনলোড করার সময় হঠাৎ ড্রেজারের ফিতা ছিলে শিশু শ্রমিক জিহাদ গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে অবৈধ ড্রেজার মালিক একই গ্রামের আফরানকে তার ব্যবহৃত মোবাইলে একাধিবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক কাজল মল্লিক জানান, বিকাল ৩ টার দিকে এক্সিডেন্টের একটি রোগী নিয়ে তার স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। কিন্তু দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতঃপর লাশ কালিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।