UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকালে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সি আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সঙ্গে মোচিক কলোনির একটি বাসায় থাকতেন।

বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকালের কোন এক সময় তিনি পুকুর পাড়ে ঘাস কাটতে যান। হয়তো তিনি পানিতে পড়ে যান এবং মৃগী রোগী হওয়ায় আর উঠতে পারেননি।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, পুকুর থেকে চিনিকলের অবসরপ্রাপ্ত এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ঊষার আলো-এসএ