UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারের কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেফতার

ঊষার আলো
জুলাই ২, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭পিচ ইয়াবাসহ ১ কারারক্ষীকে আটক করা হয়েছে। আটক কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম (২৮)। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কর্মরত শাহিনুলের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বাধানগর এলাকায়।
১ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে ঢোকার সমযে় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় শাহিনুলের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মমিন বলেছেন, ‘আন্ডারওয়্যারের ভেতর ইয়াবা ট্যাবলেট লুকিয়ে কারাগারের ভেতর ঢুকছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১৮৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।’

(ঊষার আলো- এম.এইচ)