UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে : ডিবি

usharalodesk
অক্টোবর ৪, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ই-কমার্স সাইট কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সোমবার (৪ অক্টোবর)  ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ অভিযোগে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে আটক করা হয়েছে।

কিউকমের এক ভুক্তভোগী পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পরেই  আজ রিপন মিয়াকে আটক করা হয়। গ্রেফতার রিপন গ্রাহকের ২৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বিভিন্ন সময় টাকা নিয়ে পণ্য না দেওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। কিউকম চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে  গ্রাহকদের টাকা হাতিয়ে নেয়।

(ঊষার আলো-আরএম)