UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কিছু প্রতিষ্ঠান দেশকে লুটেপুটে খাচ্ছে: জিএম কাদের

ঊষার আলো
জুন ৪, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিদ্যুতের অভাবে বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে চাকরি হারাচ্ছেন। বিদ্যুৎ বিল দফায় দফায় বৃদ্ধিকরার পরও জনগন তা দিয়ে গেছে। না দিলে সংযোগ বন্ধের পাশাপাশি জোর জুলুম করে নেওয়া হয়েছে বিদ্যুৎ বিল। তবে কেন কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হবে। এর দায়ভার সম্পূর্ন সরকারের।।

শনিবার জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সরকারের বিভিন্ন কমকাণ্ডের সমালোচনা করে বক্তব‍্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি।

জেলা জাতীয় পার্টির আহবায়ক সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে সদস্য সচিব  ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকরুল  ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগির সিকদার লোটনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ঊষার আলো-এসএ