UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কিলো ফ্লাইট’ গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তমের প্রতি ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

koushikkln
ডিসেম্বর ৯, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুক্তিবাহিনী কর্তৃক গঠিত যুদ্ধবিমানবিন্যাস ‘কিলো ফ্লাইট’-এর সাহসী যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম (৭৪) বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামসুল আলম। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বিমান ঘাঁটি বাশার প্যারেড গ্রাইন্ডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিমানবাহিনী ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা। দ্বিতীয় জানাজা বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়।

এদিকে শামসুল আলম বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানায়, চিরদিন শামসুল আলমের অভাব অনুভূত হবে, কখনো বিস্মৃত হবেন না। গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনী কর্তৃক গঠিত যুদ্ধবিমানবিন্যাস ‘কিলো ফ্লাইট’-এর সাহসী যোদ্ধা ছিলেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মারকচিহ্ন হিসেবে ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে একটি পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি গতকাল (বৃহস্পতিবার) ৭৪ বছর বয়সে মারা যান।

হাইকমিশন জানিয়েছে, শামসুল আলম বিপুলসংখ্যক সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন, যারা ভারতীয় সৈন্যদের সঙ্গে একযোগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করেছেন। যাদের আত্মত্যাগ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির ঘনিষ্ঠ বন্ধনকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে চলেছে।