ঊষার আলো রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রামে বখাটের ছুরিকাঘাতে রিপন মিয়া (১৮) নামে ১ যুবক নিহত হয়েছে। ২৪ মার্চ বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদরের আলমদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত রিপন মিয়া আলমদিঘীরপাড় গ্রামের শিশু মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে বাসু সরকারকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। বাসু সরকার (২০) একই উপজেলার হাবলিপাড়া গ্রামের মাহেন্দ্র সরকারের ছেলে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, রাতে কোনো একটি বিষয় নিয়ে বাসু সরকারের সঙ্গে বিতর্ক হয় রিপন মিয়ার। এক পর্যায়ে বাসু সরকার রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
(ঊষার আলো: এম.এইচ)