UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মধ্যপ্রদেশের জবলপুর জেলায় প্রয়াগরাজের মহাকুম্ভমেলা থেকে ফেরার পথে একটি বাসের সঙ্গে জিপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা কর্ণাটকের বেলাগাভি জেলার গোকাক তালুকের বাসিন্দা।  তাদের নাম বালচন্দ্র গৌড়, সুনীল শেদাশালে, বাসভরাজ কুর্নি, বাসভরাজ দোদ্দামণি, ইরান্না শেবিনাকাট্টি এবং বিরূপাক্ষ গুমাত্তি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভের জন্য তারা গোকাক থেকে রওনা হয়েছিলেন।

জবলপুরের কালেক্টর দীপক সাক্সেনা জানিয়েছেন, কর্ণাটকের খিতোলা থানা সীমানার অধীন পাহরেভা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি প্রথমে রাস্তার বিভাজকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হাইওয়ের অন্যপাশে ছিটকে পড়ে।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায় জিপটি।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আরও দুজন আহত হন। আহতদের সিহোরা শহরের একটি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর তাদের জবলপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কালেক্টর এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান।

ঊষার আলো-এসএ