খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরনসভা এবং জুলাই গনঅভ্যূত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং ভাইস-চ্যান্সেলর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্যে রাখেন প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, কর্মকর্তাদের মধ্যে থেকে বক্তব্যে রাখেন নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, সেকশন অফিসার ( গ্রেড-২) জালাল মুন্সি, শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্যে রাখেন রাহাতুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোঃ ওমর ফারুক
এছাড়া গত ৪ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের শর্ট গানের ছররা গুলিতে আহত খালিশপুরের সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈম শিকদার। পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঊষার আলো এইচআর