UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 কুষ্টিয়ায় করোনায় আরও ১১ মৃত্যু

ঊষার আলো
জুলাই ২৯, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ৯ জন করোনায় ও ২ জন উপসর্গ নিয়ে মারা গেছে। বর্তমানে হাসপাতালটিতে ২০১ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৫৪১ জন রোগীর মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-আরএম)