UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে আহত ৪

usharalodesk
মে ২০, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুষ্টিয়া শহর বাইপাস সড়কের মিনাপাড়া কালভার্টের ওপর ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছে।
আজ ২০ মে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন৷
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার বলেন, চাল বোঝাই একটি ট্রাকের সাথে আম বোঝাই একটি পিকআপের মুখোমুখী সংঘর্ষ হলে রাস্তার ওপর ট্রাক ও পিকাপ উল্টে পড়ে যায়। তারপর আহতদের উদ্ধার করে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ট্রাক চালক আলম হোসেন ও পিকআপ চালক জাকির হোসেন বাবুর অবস্থা আশঙ্কাজনক।

(ঊষার আলো- এম.এইচ)