UsharAlo logo
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মেধাবী ছাত্রকে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

ঊষার আলো
সেপ্টেম্বর ৮, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী সুমন আহমেদকে(২২) বাড়িতে মাদক রেখে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসীর। মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

বুধবার সকাল ১০টার দিকে সুমনের নিজ এলাকায় খাজানগরে এলাকার শহশ্রাধীক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। সমুন আহমেদ সদর উপজেলার খাজানগর এলাকার শীর্ষ চাউল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহর পুত্র।

মানববন্ধনে তার পরিবার ও এলাকাবাসী জানান, সুমন আইন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র। তার বাড়িতে গত ৩১ আগষ্ট রাত সাড়ে ৩টার দিকে র‌্যাবের লোকজন গিয়ে ঘর তল্লাসী করে মাদক পায়। তবে, এলাকাবাসীর দাবি তাকে ফাঁসিয়ে দিয়েছে। সে ও তার পরিবার ষড়যন্ত্রের শিকার।

তাকে মাদক ব্যবসায়ী বলা হলেও সে কার কাছ থেকে মাদক সংগ্রহ করেছে ও কোথায় বিক্রয় করে সেটা বের করে তাদেরও ধরা হোক। পারিবারিক ভাবে হেয় করতে তার বাড়িতে মাদক রেখে ফাঁসিয়ে দেয়া হয়েছে, সঠিক তদন্ত হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে বলে বক্তারা বলেন।

মানববন্ধনে বক্তব্য দেন সুবর্না এগ্রোফুড এর মালিক ও সুমনের পিতা মোহাম্মদ আলী জিন্নাহ, কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদিন প্রধান, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু, বিশিষ্ট চাল ব্যবসায়ী আনিচ প্রমুখ।

(ঊষার আলো-আরএম)