UsharAlo logo
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কে জিতবে কোপা আমেরিকা, জানালো সুপার কম্পিউটার

ঊষার আলো ডেস্ক
জুলাই ৯, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষায় আর্জেন্টিনা। চলতি কোপা আমেরিকায় এখনও অপরাজিত লিওনেল মেসির দল। এরই মধ্যে এক ভবিষ্যদ্বাণীতে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার জানিয়েছে, কোপা জয়ের সম্ভাবনা বেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের। যদিও আসরের শুরু থেকেই এগিয়ে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর সেই সম্ভাবনা আরও বেড়েছে। আগের তুলনায় মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১ শতাংশ বেড়েছে।

অতীত ইতিহাস, পরিসংখ্যান ও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে এই ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা। আসরের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থাটি। যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টারে ৮৯ দশমিক ৮, সেমিফাইনালে ৬৭ দশমিক ২, ফাইনালে খেলার সম্ভাবনা ৫০ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩০ দশমিক ৮ শতাংশ ছিল।

এদিকে বুধবার (১০ জুলাই) সেমিতে মেসিদের প্রতিপক্ষ কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের জোরালো সম্ভাবনা দেখছে সুপার কম্পিউটার। প্রেডিকশন বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬ দশমিক ৭ আর কানাডার ৯ দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। অপ্টা বলছে, কলম্বিয়াকে গুড়িয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাবে তারা। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে উরুগুয়ের সম্ভাবনা কেবল ২৭ দশমিক ৬০ শতাংশ।