ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ সাত জন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার(১১ মার্চ) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মহানগর পুলশিরে মাদক বরিোধী অভযিানে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা থানাধীন ১নং কাষ্টমঘাট এলাকার আব্দুল হালিমের পুত্র আব্দুল হান্নান শেখ(২১), সোনাডাঙ্গা হাজী তমিজ উদ্দিন সড়কস্থ ছগির আকনের পুত্র মোঃ জয়নাল আকন(২৩), সোনাডাঙ্গা থানাধীন বানরগাতী এলাকার আকবর শেখের পুত্র হাসানুজ্জামান হানিফ(২২), সাতক্ষীরা কালিগঞ্জ থানাধীন টুঙ্গিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ সবুজ ঢালী(৩২), খালিশপুর নর্থ জোন এলাকার বুধধান মিয়ার পুত্র মনোয়ার হোসনে(৬৮), খালিশপুর নর্থ জোন এলাকার বাসিন্দা করিম বাবু ওরফে পয়েন্ট বাবুর স্ত্রী লাবনী বেগম(২৫), এবং খুলনা থানাধীন রেলওয়ে হাসপাতাল রোড এলাকার মৃত হারুনুর রশিদ সরদারের পুত্র সোহাগ সরদার(২৭)।
(ঊষার আলো-আরএম)