UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুর হানাদারমুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান

koushikkln
ডিসেম্বর ৭, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : কেশবপুর হানাদারমুক্ত দিবস উপলক্ষে ‘আমরা সাজাবো কেশবপুর’ সংগঠনের উদ্যোগে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের হলরুমে ওই সন্মাননা প্রদান করা হয়।
“আমরা সাজাবো কেশবপুর” সংগঠনের সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক নূরুল ইসলাম খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক তুহিন হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, সদস্য এনামুল হাসান নাইম এবং শফিকুল ইসলাম।
সম্মাননা পাওয়া ৬ জন বীর মুক্তিযোদ্ধা হলেন- যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এসএম তৌহিদুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা অসীত কুমার ভদ্র।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী বলেন, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর কেশবপুর হানাদারমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে কেশবপুরে প্রবেশ করার আগ মুহূর্তে রাজাকাররা কেশবপুর বালিকা বিদ্যালয় ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়।