কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামীলীগ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।
সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
আগামী ৫ জানুয়ারি এ উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বহিষ্কারের সুপারিশ করা ১০ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খান সুজন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য এস এম মনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবকরীগের সাবেক আহবায়ক মাসুদুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য উত্তম ঘোষ।