UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

koushikkln
মার্চ ১৭, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার (১৭ মার্চ) উদযাপন করা হয়েছে।

দিবসের অংশ হিসেবে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ, পাঁজিয়া ডিগ্রি কলেজ, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, গড়ভাঙ্গা সরকারী প্রথমিক বিদ্যালয়, বেতীখোলা সরকারী প্রথমিক বিদ্যালয়, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, সংগীত, আবৃত্তি, চিত্রাংকন, কুইজ, বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসটি উদযাপন করা হয়েছে।

পাঁজিয়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে বঙ্গবন্ধু-এঁর জীবনীর ওপর আলোচনা করেন, সহঃ অধ্যাপক অনুকূল চন্দ্র মণ্ডল, প্রভাষক সমরেন্দ্র নাথ বৈরাগী, সু্ব্রত বসু, আলী আব্বাস, তাপস বিশ্বাস প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মিজানুর রহমান।