UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরের মঙ্গলকোট বাজারের চিকিৎসক তাপসের মায়ের মৃত্য

koushikkln
অক্টোবর ৯, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি : মঙ্গলকোট বাজারের চিকিৎসক তাপস কুমার সরদারের মা অমেলা রাণী সরদার (৭২) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শণিবার সকালে বসুন্তিয়া গ্রামের বাসভবনে মৃত্যুবরন করেন। মৃত্যুকাল তিনি তিন ছেলে, নাতি পুতি ও বহু আত্মিয়স্বজন রেখে গেছেন। তাকে শণিবার সন্ধ্যায় বসুন্তিয়া মহাশ্মশানে দাহ করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার, এলাকা ইউপি সদস্য আব্দুল জলিল সরদার, মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি ডা: আব্দুল খালেক মোড়ল, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও মঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আশুতোষ হালদার, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীগ নেতা আ: কাদের বিশ্বাস, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ, শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এনামূল হক প্রমূখ।