UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটা আন্দোলন নিয়ে ক্রিকেটাররা ফেসবুকে যা লিখলেন

usharalodesk
জুলাই ১৭, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : তরুণ প্রজন্মকে আন্দোলিত করেছে কোটা সংস্কার দাবিতে গড়ে উঠা আন্দোলন।দিন যত বাড়ছে এই আন্দোলনে গণসমর্থন তত বাড়ছে।যদিও আন্দোলন সংঘাতপ্রবণ হয়ে উঠছে।গতকালই এই আন্দোলনে ৬টি তাজা প্রাণ ঝড়ে গেছে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্নতা প্রকাশ করে শান্তি কামনা করেছেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের মধ্যে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে যার শুরুটা করেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়। তার দেখাদেখি একে একে মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান।

ব্যাটার তাওহিদ হৃদয় লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি। তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রক্তাক্ত না হোক।’

পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’

কোনো কিছু না বললেও অনেকটা নিরবে প্রতিবাদ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। মোনাজাতের ইমুজি দিয়ে প্রার্থনা কামনা করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন মক্কায় গিয়ে তোলা নিজের একটি ছবি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টিনের একটি বিখ্যাত লাইন– ‘আই ওয়াজ কোয়াইট, বাট আই ওয়াজ নট ব্লাইন্ড’ লিখে ফেসবুকে নিজের ছবিসহ পোস্ট করেন। যার বাংলা করলে দাঁড়ায়– ‘আমি চুপ ছিলাম, কিন্তু অন্ধ নয়!’

ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ব্যাটার মুনিম শাহরিয়ার লিখেছেন, ‘যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙ্গা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা। এর পরেও আমি শান্তি চাই। চাইনা কোনো সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরুক। আমি নিজেও একজন শিক্ষার্থী। যৌক্তিক দাবি যৌক্তিক ভাবে নিরসন হোক। আমার ভাইয়েরা বোনেরা সবাই নিরাপদ থাকুক।’

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’ আম্পায়ার গাজী সোহেল লিখেছেন, ‘খুব কষ্ট হচ্ছে। হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করেছে। এমনটি তো হওয়ার কথা ছিল না।

ঊষার আলো-এসএ