UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকার পাঁচ প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

usharalodesk
জুলাই ১৩, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোন সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় তিন হাজার ২শ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মঙ্গলবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম তথ্য নিশ্চিত করেন। প্যাকেজ গুলো হচ্ছে-
. দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী নৌপরিবহন শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ।
. শহর এলাকার নিম্ন আয়ের মানুষের সহায়তার লক্ষ্যে ২৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১৪ দিন ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ ১৫০ কোটি টাকা।
. ৩৩৩নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ হলো ১শ কোটি টাকা।
. গ্রামীণ এলাকার কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সংস্থান ব্যাংক এবং পিকেএসএফএর মাধ্যমে ঋণ সহায়তা দিতে ( শতাংশ সুদে) এর আগে বরাদ্দ তিন হাজার ২শ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ হাজার ৫০০ কোটি টাকা।
. পর্যটন খাতের হোটেল মোটেল, থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংকের মাধ্যমে শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে হাজার কোটি টাকা বরাদ্দ

(ঊষার আলো-আরএম)