UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোহলি চাননি বলেই বদলে যাচ্ছে সেই সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক
মার্চ ১৯, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাঁকা পথে হাটতে চেয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। রোহিত শর্মাদের শৃঙ্খল রাখতে বিসিসিআই জারি করেছিল ১০টি নিয়ম। কড়া নজরদারিতে সেসব মানাও হত। কিন্তু একটি নিয়ে যেন সবার আপত্তি। দলনেতা রোহিত আমতা আমতা করে বলেছিলেন। উচ্চবাচ্য করেছিলেন বিরাট কোহলি। সেই নিয়মে এবার বদল আসতে চলছে।

সম্প্রতি বিসিসিআই নতুন নির্দেশনা দেয়, দীর্ঘ সফরে ৪৫ দিনের পর প্রথম দুই সপ্তাহ বাদ দিয়ে পরবর্তী ১৪ দিনের জন্য খেলোয়াড়দের পরিবার তাদের সঙ্গে থাকতে পারবে। ছোট সফরগুলোতে এক সপ্তাহ পর্যন্ত পরিবারের সদস্যরা থাকতে পারবেন। এর ব্যতয় ঘটা যাবে না।

এমন নিয়ম নিয়েই সরাসরি ক্ষোভ জানিয়েছিলেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে ভারতের অধিনায়ক রোহিত আপত্তি জানিয়েছিলেন। পরে বোর্ড থেকে নিয়মে শিথিল করা হয়। এবার আবার কড়াকড়ি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলতে গিয়ে কোহলি বলেন, ‘বাইরের কঠিন পরিস্থিতি সামলে পরিবারে ফিরে আসার অনুভূতি বোঝানো সত্যিই কঠিন।’

বোর্ডের সমালোচনা করে কোহলি বলেন, ‘আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের উপস্থিতি আমাদের জন্য কতটা জরুরি। পুরো ব্যাপারটায় আমি ভীষণ হতাশ। মনে হয়, যারা এই বিষয়গুলোর সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়, তাদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য এই খারাপ ফর্ম। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না। কেউ একা একা বিমর্ষ হয়ে থাকতে চায় না।’

কোহলির এমন বাগড়ার পর নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেট বোর্ড। আনতে চলছে নিয়মের পরিবর্তন। বোর্ড সূত্রের বরাতে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, খেলোয়াড়েরা চাইলে আরও বেশি দিন তাদের পরিবার বিদেশ সফরে থাকতে পারবে। তার জন্য বোর্ডের কাছে অনুমতি নিতে হবে। বিসিসিআই যদি সেটা সম্ভব বলে মনে করে, তাহলে সিদ্ধান্ত নেবে।

তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।

ঊষার আলো-এসএ