UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার নেগোম্বো থেকে আজ দুপুরে (১৯ এপ্রিল) ক্যান্ডি পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখানে ৩ মে পর্যন্ত থাকবেন বাংলাদেশ দল। এটাই ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম টেস্ট খেলতে গিয়েছে।

ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলবে এই প্রথম। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট একই মাঠে ২৯ এপ্রিল শুরু হবে। ২ ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তবে ম্যাচের ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনও ধরণের প্রভাব ফেলবে না।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় এক জয় পায় টাইগাররা।

প্রাথমিক দল- মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহীদুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।

(ঊষার আলো-এফএসপি)