UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্তে ৪ জনের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে এ দুর্ঘটনাটি ঘটেছে। রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছেন, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার রাত ১টা ১৫ মিনিটে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারে ৪ যাত্রী ছিলেন। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনাটি তদন্ত করবেন বলে জানায়।

(ঊষার আলো-আরএম)