UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চে সাকিবের কীর্তিতে ভাগ বসালেন বশির

usharalodesk
নভেম্বর ২৮, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের উইকেটকে বলা হয় পেস স্বর্গ। সেই স্বর্গে এবার স্বাগতিকদের স্পিন বিষে নীল করলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির। তার স্পিনে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে কাবু হয়েছে চার ইংলিশ ব্যাটার। আর তাতেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কীর্তিতে ভাগ বসিয়েছেন এই স্পিনার।

এদিন কিউইদের হয়ে লম্বা সময় পর মাঠে নামেন কেন উইলিয়ামসন। লম্বা সময় পর ফিরলেও তার ব্যাটে ধার কমেনি এতটুকুও। ব্যাট হাতে কিউইদের নেতৃত্ব দিয়েছেন তারকা এই ব্যাটার। এমন দিনেও অবশ্য আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয়েছে তাকে।

যখন মনে হচ্ছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়ে যাবেন উইলিয়ামসন, তখনই গড়বড়! গাস অ্যাটকিনসনের একটু বাড়তি লাফানো বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩ রানে সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন।

উইলিয়ামসন ১৯৭ বলে ৯৩ রান করে আউট হয়ে যখন ফিরলেন তখন নিউজিল্যান্ডের স্কোর ২২৭/৫। সাবেক অধিনায়কের বিদায়ের পর ক্রাইস্টচার্চে আজ খেলা হয়েছে আরও ২২ ওভার। এরপর আরও তিনটি উইকেট হারায় কিউইরা। তবে শেষ পর্যন্ত উইকেট অক্ষত রেখেছেন গ্লেন ফিলিপস। ৪৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ড শেষ করেছে ৮ উইকেটে ৩১৯ রান তুলে।

এদিন কীর্তি হয়েছে আরও। ইতিহাসের ১১তম খেলোয়াড় হিসেবে ১৫০ টেস্ট খেলতে নেমেছেন ইংল্যান্ডের জো রুট। ১১ জনের ৪ জন ইংল্যান্ডের।

ঊষার আলো-এসএ