UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট কোচ জালাল আহমেদ আর নেই

ঊষার আলো
সেপ্টেম্বর ২১, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বনামধন্য ক্রিকেট কোচ এবং ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি….রাজিউন)। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্ট জনিত রোগের কারনে গত ১ সেপ্টেম্বর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ। এরপর চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।  অবস্থার অবনতি হওয়ায় তাকে ১৫ সেপ্টেম্বর আবারও হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার থেকে রাখা হয় ভেন্টিলেশনে ও পরে আইসিইউতে। ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু বরণ করেন।

 

(ঊষার আলো-আরএম)