UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহসিন ও পলিটেকনিক কলেজ ছাত্রদলের দোয়া

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার পূর্ণ শারিরীক সুস্থতা কামনায় হাজী মুঃ মহসিন কলেজ ও খুলনা পলিটেকনিক কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ এপ্রিল) খালিশপুর থানার অন্তর্গত মুজগুন্নী খানজাহান আলী দিঘির পাড় জামে মসজিদে বাদ আসর সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক দিকনির্দেশনায় হাজী মুঃ মহসিন কলেজ ও পলিটেকনিক কলেজ ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি এবং তার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওঃ আব্দুর রহিম।
হাজী মুঃ মহসিন কলেজ ছাত্রনেতা মিরাজ হোসেন মানিকের সভাপতিত্বে ও পলিটেকনিক কলেজ ছাত্রনেতা মোঃ হানিফ আকাশের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল ও ইফতার বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড ফজলে হালিম লিটন, স ম রহমান, শেখ সাদী, সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার, কাজী সালমান মেহেদী, শেখ গোলাম রাব্বি, অমিত মল্লিক, কাজী আলী হোসেন, মোঃ রাব্বি রহমান, মোঃ ওমর শেখ, ইসমাইল হোসেন দীপু, সৈয়দ মিজান, সাজ্জাত আবেদীন তানবীন, নয়ন ইসলাম, আহম্মদ আলী অন্তু, মোঃ শরিফ, হৃদয় হোসেন, মোঃ রায়হান শেখ, আল আমিন বাবু, মোঃ রুবেল, সজিব প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)