UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুতবার শেষে খতিবের মৃত্যু

usharalodesk
নভেম্বর ৩০, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  খুতবার শেষে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান। মাহাবুবুর রহমান উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে।

মৃত মাহবুবুর রহমানের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদি জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদ্রাসার ম্হুতামীম ছিল। শুক্রবার প্রতি জুমার ন্যায় নামাজের আগে ইসলামিক আলোচনার পর  খুতবা পাঠ করে মাহবুব। খুতবার শেষে মুসল্লীদের সুন্নত নামাজ আদায় করার জন্য বলে। এক পর্যায়ে মাহবুবু অজ্ঞান হয়ে পড়ে। মুসল্লীগণ নামাজ রেখেই প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। গুরুতর থাকায় কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার  শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পরেই রাত ৯টায় মাহবুবুর মারা যান।

ডাক্তার জানিয়েছেন, মাহবুবুর রহমান ব্রেইন স্ট্রোক করেছে। তার মুত্যুতে কর্মস্থল, গ্রামের বাড়ি ও সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ঊষার আলো-এসএ