UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে শুভ জন্মাষ্টমী উদযাপন

koushikkln
আগস্ট ১৯, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ১৯ আগস্ট শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়। এ উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যলয়ের হাদী চত্বর হয়ে কটকা পৌঁছে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেয়। এর আগে সকাল ৯ টায় মন্দিরে পূজা, ভজন ও সংকীর্তন অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে শ্রীকৃষ্ণের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরী, প্রফেসর ড. তুহিন রায়, মন্দির কমিটির অর্থ সম্পাদক ড. শিমুল দাশ, কর্মকর্তাদের মধ্যে রমা দাশ ও শিক্ষার্থীদের মধ্যে অমৃত বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। এ সময় বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।