ঊষার আলো প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ মার্চ) তাদের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিরা হচ্ছেন, যশোর নিউমার্কেট এলাকার বাসিন্দা মৃত গোলামের ছেলে জাহাঙ্গীর কবির (৫২) ও পিরোজপুর জেলার ছোট খলিশাখালীর আজহার আলীর স্ত্রী হাছিনা বেগম (৭২)।
করোনা ইউনিট সূত্রে জানা যায়, যশোরের জাহাঙ্গীর গত বুধবার (২৪ মার্চ) করোনা আক্রান্ত হয়ে খুমেকের করোনা ইউনিটে ভর্তি হয়। সেখানেই চিকিৎসাধীন ছিল সে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অন্যদিকে পিরোজপুরের হাছিনা বেগম বৃহস্পতিবার (২৫ মার্চ) খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ মার্চ) বেলা দেড়টায় মারা যান।
উল্লেখ্য, এর আগে বুধবারও (২৫ মার্চ) দুইজন মারা যায়।
(ঊষার আলো-এমএনএস)