ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩০০ জনেরে দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ (২৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২৪ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয় ও শনাক্ত হয়েছিল ২৭৬ জনের। এদিনে বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এ ছাড়া যশোরে ৪জনের ও কুষ্টিয়ায় ৪জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় ।সংক্রমণের শুরু থেকে আজ (বুধবার) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ৭ হাজার ৫২০ জনের শনাক্ত ও মৃত্যু হয়েছে দুই হাজার ৯৫৪ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৩৯১ জন।
(ঊষার আলো-আরএম)