ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভাগের ১২৬ ইউপি নির্বাচন স্থগিত নির্বাচন কমিশন। খুলনা বিভাগ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালী জেলার আরো ৩৭ ইউপির ভোট স্থগিত হয়েছে। তবে অন্য ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২১ জুন হবে। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে ৯টি পৌরসভার ভোটও।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসন ও চারটি ইউপিতে ১৪ জুলাই ভোট হওয়ার কথা। লক্ষ্মীপুর-২ শূন্য আসন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ২৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট হওয়ার কথা ২১ জুন।
এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বাড়ায় গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ভোটের ১০ দিন আগে করোনা প্রকোপ দেখা দেওয়ায় নির্বাচন স্থগিত করেছিল ইসি। করোনা সংক্রমণের হার দশ শতাংশের মধ্যেই গত ২ জুন নির্বাচন কমিশন পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল।