UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আজও ৪৬ মৃত্যু, আক্রান্ত ১৪৩৫

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ৪৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মোট দুই হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের দেহে। মৃত্যু ও আক্রান্তের মধ্যে শীর্ষে কুষ্টিয়া জেলায় মারা গেছেন সর্বোচ্চ ১৮ জন আর করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের।

এদিকে, খুলনা জেলায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন। বাগেরহাটে মারা গেছেন দুই জন ও আক্রান্ত হয়েছেন ১০১জন, সাতক্ষীরায় মারা গেছেন ১ জন, আর আক্রান্ত ৭৯ জন, ঝিনাইদহে মারা গেছেন দুই জন, আর আক্রান্ত ৭৩ জন, চুয়াডাঙ্গায় মারা গেছেন চার জন, আর আক্রান্ত ৮৫ জন, যশোরে মৃত্যু হয়েছে ২ ও আক্রান্ত ২২৬ জন, নড়াইলে মারা গেছেন দুই জন আর আক্রান্ত ৫৪ জন, মাগুরায় মারা গেছেন দুই জন, আর আক্রান্ত ৪১ জন ও মেহেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে, আর সনাক্ত হয়েছেন ৫৪ জনের দেহে।

(ঊষার আলো-আরএম)