ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (০২ আগস্ট) বিভাগে ২৬ জনের মৃত্যু ও এক হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর এবং কুষ্টিয়ায় ৭ জন করে, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ৩ জন, মাগুরা ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।
সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। মারা গেছেন দুই হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন।
(ঊষার আলো-আরএম)