ঊষার আলো রিপোর্ট : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও হয়েছে ১ হাজার ৩৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ বিষয়টি জানানো হয়েছে।। এর আগে গতকাল সোমবার বিভাগে ৫২ জনের মৃত্যু হয়েছিল।
জানা গেছে, মৃত ৪৪ জনের মধ্যে বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে । এছাড়া, খুলনায় ৯, যশোরে ৮, নড়াইল, চুয়াডাঙ্গা ৪জন ও মেহেরপুরে ৪ জন, ঝিনাইদহ ২, বাগেরহাট, সাতক্ষীরা এবং মাগুরায় ১ জনের মৃতু্্য হয়েছে।
(ঊষার আলো-আরএম)